নিজস্ব প্রতিবেদক : যশোরে সোনা চোরাচালান মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এই রায় দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।
দণ্ডপ্রাপ্তরা হলো, ঢাকার গেন্ডারিয়ার কালীগঞ্জ সাহাপাড়া রোডের মৃত সুবল দত্তের ছেলে পঙ্কজ দত্ত, ব্রাহ্মবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের মৃত মিন্টু লাল সাহার ছেলে প্রদীপ কুমার সাহা এবং মুন্সিগঞ্জের পঞ্চসার উপজেলার গোলাপরায় গ্রামের গোস্ট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ডারগার্ড বাংলাদেশ যশোরের ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা ২০২০ সালের ৩০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে যশোর-মাগুরা মহাসড়ক দিয়ে সোনা পাচার হচ্ছে। ওইদিন দুপুরে বিজিবির একটি টিম যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাজারে অবস্থান করে। এরই মধ্যে শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনের বাসটি তল্লাশি করে ৩০টি স্বর্ণের বার উদ্ধারসহ ওই তিনজনকে আটক করা হয়। যার ওজন সাড়ে তিন কেজি। মূল্য দুই কোটি চল্লিশ লাখ ৫০ হাজার টাকা।
এই ঘটনায় ৪৯ বিজিবির হাবিলদার সাহিবুর রহমান কোতোয়ালি থানায় মামলা করেন। সিআইডি পুলিশের এসআই আনোয়ার হোসেন তদন্ত শেষে ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরো ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণা শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়া হয়েছে।