২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
‘তিন সঙ্কট’ নিয়ে চিন্তিত চামড়া ব্যবসায়ীরা
‘তিন সঙ্কট’ নিয়ে চিন্তিত চামড়া ব্যবসায়ীরা
551 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ‘তিন সঙ্কট’ নিয়ে চিন্তিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার মোকাম যশোরের রাজারহাটের চামড়া ব্যবসায়ীরা। ‘ঢাকার ট্যানারি মালিক ও আড়তদারদের কাছে পাওনা বকেয়ার কারণে নগদ অর্থ সঙ্কট’; ‘চামড়ার দাম নির্ধারণ’ ও ‘চামড়া প্রক্রিয়াজাতকরণের উপকরণ লবণের অগ্নিমূল্য’-এই দুর্ভাবনাকে সঙ্গী করে কোরবানি ঈদপরবর্তী বাজারের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। ব্যবসায়ীরা আশা করছেন, করোনা পরবর্তী সময়ে এবার কোরবানির পরে চামড়ার হাট চাঙ্গা থাকবে।


যশোরের রাজারহাট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম। এই চামড়া হাটকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ১০ হাজার ছোট-বড় ব্যবসায়ী ব্যবসা করেন। ঈদ-পরবর্তী হাটেই অন্তত দশ কোটি টাকার চামড়ার বেচাকেনা হয়। খুলনা বিভাগের ১০ জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ঝালকাঠি, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও নাটোরের বড় ব্যবসায়ীরা এখানে চামড়া বেচাকেনা করতে আসেন। ঢাকার বড় বড় আড়তদার ও ট্যানারি মালিকরাও রাজারহাটের চমড়া বাজারের দিকে দৃষ্টি রাখেন। সাধারণত কোরবানি পরবর্তী হাটবারে রাজারহাটে লক্ষাধিক চমড়া বেচাকেনা হয়। কিন্তু এর আগে দু’বছর নভেল করোনাভাইরাস ও লকডাউনের প্রভাবের পাশাপাশি গত কয়েক বছরে চামড়ার বাজারের দরপতনও ছিল লক্ষ্যণীয়। আর সাথে রয়েছে ট্যানারি মালিকদের কাছে থাকা বকেয়া টাকা আদায় না হওয়ার চাপও।


রাজারহাটের চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ট্যানারি মালিক ও আড়তদারদের কাছে তাদের প্রায় ১০ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। প্রত্যাশা অনুযায়ী বকেয়া আদায় না হলে কোরবানির চামড়া কিনতে তাদের নগদ টাকা সঙ্কটে দুর্ভোগে পড়তে হয়। এছাড়া এবার পশুর দামও তুলনামূলক বেশি। বিপরীতে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতির কারণে পশু কোরাবানি দেয়ার পরিমাণও কমতে পারে। সেক্ষেত্রে চামড়ার আমদানিও কমবে। এসব বিষয় নিয়ে তারা চিন্তিত। তবে করোনা পরবর্তী ধকল কাটিয়ে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলে এবার ঈদুল আযহায় চামড়া বাজার ঘুরবে এমন আশায় বুক বাঁধছেন তারা।


ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা আদায় হয়নি অনেকের। রয়েছে অব্যাহত লোকসানের চাপ। যে কারণে মূলধন সংকট রয়েছে রাজারহাটের অনেক ব্যবসায়ীর। তাদের দাবি, ট্যানারি মালিকদের কাছে যশোরের ব্যবসায়ীরা অন্তত ১০ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। সরকারের ঋণ সুবিধাও মিলছে না। বড় বড় চামড়ার ব্যবসায়ীরা ব্যাংক ঋণ পেলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের এই সেক্টরের ব্যাংকগুলো ঋণ দেয় না। ফলে কোরবানি পরবর্তী হাটে চামড়া কেনার জন্য নগদ টাকার জন্য ধার দেন ও এনজিও ঋণের উপর নির্ভর করতে হয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের। এবারও এই ব্যবসায়ীরা যার যার মতো করে নগদ টাকা জোগাড়ের চেষ্টা করছেন।


বকেয়া আদায় না হওয়া ও নগদ অর্থ সংকটের পাশাপাশি রয়েছে চামড়ার মূল্য নির্ধারণ নিয়েও দুর্ভাবনা। ব্যবসায়ীদের ধারণা, প্রতিবছরের মতো এবারও ভালমানের গরুর চামড়ার বর্গফুল ৩৫-৪০টাকা নির্ধারণ হতে পারে। সেই দাম অনুযায়ী মাঠ পর্যায় থেকে চামড়া কেনা না হলে তাদের লোকসানের আশঙ্কা রয়েছে। অনেক সময় দেখা যায়, মৌসুমী ব্যবসায়ীরা বাড়তি দামে চামড়া কিনে বাজারকে অস্থিতিশীল করে তোলেন। সেজন্য চামড়া দাম আরও একটু বৃদ্ধি করে নির্ধারণের দাবি তাদের।


রাজারহাট চামড়া বাজারের প্রাক্তন ইজারাদার চামড়া ব্যবসায়ী হাসানুজ্জামান হাসু বলেন, চামড়ার বাজার এখন মোটামুটি ভাল। মাঝারি আকারের গরুর চামড়া ৮-৯শ’ টাকা ও বড় আকারের চামড়া ১২-১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। তবে কোরবানি পরবর্তী হাটের পরিস্থিতি কেমন হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। কারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে নগদ টাকার সঙ্কট রয়েছে। ট্যানারি মালিক ও আড়তদারদের কাছে তাদের পাওনা রয়েছে প্রায় দশ কোটি টাকা। এজন্য ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে চামড়া কিনবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। আর চমড়ার দাম নির্ধারণ নিয়েও দুশ্চিন্তা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দাম অন্তত ৪০-৪৫ টাকা বর্গফুট নির্ধারণ করলে ভাল হয়।


এ ব্যাপারে বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল বলেন, লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া প্রক্রিয়াজাতকরণের ব্যয়ও বেড়ে যাচ্ছে। ফলে কাঁচা চামড়া কিনে তা প্রক্রিয়াজাত করে বিক্রির ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আর ঢাকার আড়তদারদের কাছে টাকা বকেয়া থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে চামড়া কিনবেন তা নিয়ে তাদের দুশ্চিন্তা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
Fri Sat Sun Mon Tue Wed Thu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram