ক্রীড়া ডেস্ক : চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঝলক দেখিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ। তবে ব্যাটিং ব্যর্থতায় কয়েক ধাপ নেমেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির বোলার র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন হাসান। চেন্নাইতে ৮৩ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তরুণ এই পেসার।
শুধু হাসান নন, পেসার তাসকিন ও নাহিদ রানার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তাসকিন আট ধাপ এগিয়ে ৬৩ নম্বরে ও নাহিদ এক ধাপ এগিয়ে ৭৮ নম্বরে আছেন। তিন পেসারই অর্জন করেছেন ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট।
অবনতি হয়েছে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। অফ স্পিনার মিরাজ এক ধাপ পিছিয়ে রয়েছেন ২২তম স্থানে। ছয় ধাপ পেছানো বাঁহাতি সাকিবের অবস্থান ৩৩ নম্বরে।
এদিকে ব্যাটিং বিভাগে বাংলাদেশের অধিনায়ক শান্ত ১৪ ধাপ এগিয়ে উঠে গেছেন ৪৮ নম্বরে। ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ঝলমলে ইনিংসই তাকে উপরে তুলে দিয়েছে। ব্যর্থতার কারণে লিটন পাঁচ ধাপ পিছিয়ে ২০ ও মুশফিক ছয় ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৩ নম্বরে।
এদিকে বাংলাদেশকে ২৮০ রানে হারাতে অসামান্য অবদান রাখার পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে বড় ধাপ ফেলেছেন ভারতের খেলোয়াড় ঋষভ পান্ত, শুবমান গির ও রবিচন্দ্রন অশ্বিন।
দুই বছরেরও বেশি সময় পর মাঠে ফিরে ৩৯ ও ১০৯ রান করেছেন পান্ত। র্যাঙ্কিংয়ে তিনি ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ১১৯ রানের অপরাজিত ইনিংস খেলে গিল পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৪ নম্বরে। প্রথম ইনিংসে ১১৩ রান অশ্বিনকে সাত ধাপ উপরে ৭২তম স্থানে তুলেছে। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে এই স্পিনার আরও একটি রেটিং পয়েন্ট পেয়েছেন, আগে থেকে শীর্ষে তিনি। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রবীন্দ্র জাদেজা।
ভারতের আরেক খেলোয়াড় যশস্বী জয়সাওয়াল প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করে প্রথমবার শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন।