নিজস্ব প্রতিবেদক : যশোরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আগামী ২৮ ফেব্রুয়ারি বুধবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শামস্—উল—হুদা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাইম ব্যাকের এসএভিপি মোস্তফা মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি মোকসেদ সফি। সোমবার যশোর জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নারীদের বাস্কেটবল প্রশিক্ষণ শুরু : যশোরে শুরু হয়েছে নারীদের ৭দিনব্যাপী বাস্কেটবল প্রশিক্ষণ। রোববার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
যশোর জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন এ প্রশিকক্ষণের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাস্কেটবল ফেডারেশন যশোর জেলা সভাপতি এজেডএম সালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহিদ হাসান টুকুন। প্রশিক্ষণ দেন বাস্কেটবল কোচ মিজানুর রহমান।
রেডিয়েন্ট ক্রিকেট লিগ : যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বিতীয় বিভাগ (টায়ার—২) ক্রিকেট লিগের সুপার ফোরের তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় পেয়েছে রিপন অটোস ও ইয়াং আর এন রোড। সোমবার যশোর শামস্—উল—হুদা স্টেডিয়ামে খেলা দুটি অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় রিপন অটোসের বিপক্ষে মাঠে নামে উষা স্পোর্টিং ক্লাব। খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রিপন অটোস। নির্ধারিত ২৫ ওভারে ৮ টি উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে। ব্যাট হাতে শিমুল হোসেন ৫ চারে ৩৭ রান করেন। আবির খান ৫ চারে ২৪ রান করেন। মাহফুজুর রহমান ২ টি চার ও ১ টি ছয়ে ১৮ রান করে। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। বল হাতে উষা স্পোর্টিং ক্লাবের ফয়সাল ৩ টি, রিপন হোসেন রানা ও শাওন পারভেজ ২ টি করে এবং সজিব হোসেন ১ টি উইকেট নেন।
১৯১ রানের টার্গেট ব্যাট করতে নেমে উষা স্পোর্টিং ক্লাব ২৪ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে। ফলে ৬৮ রানের জয় পায় রিপন অটোস। ব্যাট হাতে উষা স্পোর্টিং ক্লাবের ফয়সাল ৩ টি চার ও ১ টি ছয়ে ২৪ রান করেন। শাওন পারভেজ ৩ টি চারে ২০ রান করেন। রুবেল হোসেন ২ টি চারে ১১ রান করেন। বল হাতে রিপন অটোসের কামরুজ্জামান ৩ টি, আরিফুজ্জামান ও মাহফুজুর রহমান ২ টি এবং নাদিম হোসেন ও শিমুল হোসেন ১ টি করে উইকেট নেন।
এদিকে দ্বিতীয় ম্যাচে ইয়াং আর এন রোডের বিপক্ষে মাঠে নামে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি। এ খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইয়াং আর এন রোড। নির্ধারিত ২৫ ওভারে ৮ টি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে ইয়াং আর এন রোড। ব্যাট হাতে রিয়াজুল ইসলাম ২ টি চার ও ৩ টি ছয়ে ৩৩ রান করেন। সানি ৫ টি চারে ৩০ রান করেন। আবু বক্কর ১ টি চার ও ২ টি ছয়ে ২৩ রান করেন। ইব্রাহিম মোল¬া ১ টি চার ও ১ টি ছয়ে ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৬ রান। বল হাতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির মতিউর রহমান ৩ টি, সুজন ২ টি এবং রিয়াদ ১ টি উইকেট নেন।
১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ২৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান করে। ফলে ৯ রানে জয় পেয়েছে ইয়াং আর এন রোড। ব্যাট হাতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সজিব ৪ টি চারে ৪১ রান করেন। আরিফুল ইসলাম ২ টি চারে ২৪ রান করেন। ওবায়দুল ইসলাম ৪ টি চারে ২২ রান করেন।অতিরিক্ত থেকে আসে ২২ রান। বল হাতে ইয়াং আর এন রোডের রিয়াদ ও রিয়াজুল ইসলাম ৩ টি করে, ইস্তিয়াক আহমেদ ২ টি এবং আব্দুল¬াহ সরদার ১ টি উইকেট নেন।