অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি নূর ইসলামকে (৫০) একটি তিননলা দেশিয় শুটার গানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) ভোর রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নূর ইসলাম মধ্যপুর গ্রামের মৃত আব্দুল গফুর মীরের ছেলে।
বিয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, নূর ইসলাম একজন অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র মামলায় ১০ বছর কারাভোগের পর সে বাড়ি ফিরে আসে। সম্প্রতি সে অস্ত্র ব্যবসা শুরু করেছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার স্বীকারোক্তি মোতাবেক বসতঘর সংলগ্ন জ্বালানি কাঠ রাখা ঘরের মাটি খুঁড়ে একটি তিন নলা হাতে তৈরি দেশিয় শুটার গান উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা তিন নলের শুটার গানে তিনটি পৃথক ট্রিগার রয়েছে। এক সঙ্গে তিনটি অথবা পৃথকভাবে একটি করেও এ অস্ত্রে গুলি করা সম্ভব। এটি হাতে তৈরি একটি দেশিয় আগ্নেয়াস্ত্র। অস্ত্র আইনে মামলা দায়ের পর শুক্রবার বিকালে তাকে যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।