২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
রোজা আহমেদ
তাহসানের স্ত্রীর বিরুদ্ধে প্রাক্তনের গুরুতর অভিযোগ

সমাজের কথা ডেস্ক : হুট করেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান শনিবার (৪ জানুয়ারি) বিয়ের খবর প্রকাশ্যে আনেন । তিনি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ। তবে তার দ্বিতীয় বিয়ের খবরে নতুন স্ত্রীর পুরোনো প্রেমের বিষয়টি আলোচনা তৈরি করেছে।

তারকা গায়কের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা-সমালোচনা চলছে, তখন সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে খোলামেলা কথা বলেছেন রোজা আহমেদের সাবেক প্রেমিক। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ২০১৬ সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

রোজা আহমেদের সাবেক প্রেমিক বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। ২০১৬ সাল থেকে সম্পর্কের শুরু, গত ৯ বছর আমাদের সম্পর্ক ছিল। গতকাল শনিবার পর্যন্তও বিষয়টি (বিয়ে) জানতাম না আমি। তিনমাস আগে ব্রেকআপ হয়েছে। অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে―এক বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা সত্য কতটুকু, মিথ্যা কতটুকু। কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে তিন-সাড়ে তিনমাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। যেটা সত্য সেটি আমি ঢাকতে পারব না মিথ্যা দিয়ে।

নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন, এটা তো বলা বাহুল্য। ৯ বছরের একটি সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহুড প্রেম ছিল। চাইল্ডহুডের সেই প্রেম থেকে ওর (রোজা আহমেদ) ক্যারিয়ারে আজ এ পর্যন্ত আসা, আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সবকিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব না।
প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন এ যুবক। তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যথিত নন বলেও জানান। তিনি বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন, আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি এক বছরের রিলেশনশিপ। কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া। আমার কাছে সব প্রমাণ আছে যে, আমাদের হয়তো চারমাস হবে ব্রেকআপ হয়েছে।

তিনি বলেন, তারা দাবি করছে সে (রোজা আহমেদ) নিউইয়র্ক থেকে কসমেটিক্সের ওপর ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি, নিউইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এইচএসসি (ঐঝঈ) পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই।

সাবেক প্রেমিক দাবি করা এ যুবক বলেন, সে (রোজা আহমেদ) বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে ১৫ লাখ টাকার মতো নিয়েছেন। সে টাকাগুলো তো আমি পাইনি, আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কিনা। এছাড়া আর আগেও একটি সম্পর্কে ছিলেন। লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম। আমাদের ৯ বছরের একটা রিলেশন ছিল। এমনকি একমাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানিয়েছেন, রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী। বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন ২০১৪ সালে। এরপর সামনে আসে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলালের নামটিও। গণমাধ্যমে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কথাও বলেন তিনি।

 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram