সমাজের কথা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার দণ্ড বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, তারেক মুচলেকা দিয়ে গেছে, ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করে তারেককে বাংলাদেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করা হবে।
আজ ৮ ডিসেম্বর সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন ।
তিনি খ প্রকাশ করে বলেন, আমেরিকা একটাখুনি পালছে, আবার কানাডা পালছে আরেকটা; পাকিস্তানে আছে দুইটা। সবার কাছে বলবো, খুনিদের ফেরত পাঠাতে হবে। আর ব্রিটিশ সরকারকে বলব, তারেককে দেশে ফেরত পাঠাতে। কারণ সে দণ্ডিত আসামি। তিনি বলেন, তারা (বহির্বিশ্ব) মানবতার ছবক দেয়, দুর্নীতির কথা বলে, আবার খুনি-দুর্নীতিবাজকে তারা তাদের দেশে আশ্রয় দেয়। কাজেই তারেককে বাংলাদেশের কাছে হ্যান্ডওভার করতে হবে। এ দেশে নিয়ে আমি তার সাজা বাস্তবায়ন করব।