২৮শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
তাপপ্রবাহের অতীতের সব রেকর্ড ভঙ্গ
তাপপ্রবাহে শীর্ষে যশোর

সমাজের কথা ডেস্ক : চৈত্রের দাপটে অতীষ্ঠ জনজীবন। বেড়েই চলেছে তাপমাত্রা। আজ শনিবার (২৯ মার্চ) ঢাকাসহ দেশের ২৪ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এরমধ্যে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তাপপ্রবাহও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তাপপ্রবাহ বয়ে যাওয়া ২৫ জেলার মধ্যে ভোলা ৩৬ দশমিক ৩, নওগাঁর বদলগাছিতে ৩৬ দশমিক ৪,বগুড়ায় ৩৬ দশমিক ৫, খেপুপাড়া ৩৭, বরিশাল ও মাদারীপুরে ৩৭ দশমিক ২, নারায়ণগঞ্জে ৩৭ দশমিক ৩, রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ৫, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৭.৭, পটুয়াখালী ও টাঙ্গাইলে ৩৮, মাকিগঞ্জের আরিচায় ৩৮ দশমিক ২, ঢাকায় ৩৮ দশমিক ৩, খুলনার কয়রা ও গোপালগঞ্জে ৩৯, সাতক্ষীরা, বাগেরহাটের মোংলা ও ফরিদপুরে ৩৯ দশমিক ৫, রাজশাহীতে ৩৯ দশমিক ৭, চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৮, বাঘাবাড়িতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ তীব্র, আর ৪২ ডিগ্রি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস।’

শনিবার ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। যশোর ও সিরাজগঞ্জের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রবিবারের (৩০ মার্চ) পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram