সমাজের কথা ডেস্ক : বাঙালি পুরুষদের প্রেমে পড়ে বিভিন্ন সময়ে বিদেশি মেয়েদের বাংলাদেশে আসার ঘটনা ঘটলেও এবার ঘটেছে উল্টোটা। প্রেমের টানে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক।
উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে মল্লিকার প্রেমে মজেছেন তিনি।
বাঙালি ওই তরুণীকে বিয়ে করতে চারদিন আগে তার বাড়িতে এসেছেন ওই যুবক।
স্থানীয়রা বিষয়টি জানার পর ভিড় জমাচ্ছেন মল্লিকাদের বাড়িতে। বিদেশি জামাই দেখে তারাও খুশিতে আত্মহারা।
কলেজ পড়ুয়া মল্লিকা বলেন, ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে নিজের আইডিতে নিজের ছবি পোস্ট করেন তিনি। সেই ছবি তুরস্কের যুবক মুস্তফা ফাইকের নজরে চলে গেলে তাকে মনে ধরে যায়। এরপর থেকে শুরু হয় দুজনের মন দেওয়া-নেওয়া।
দীর্ঘ দিনের প্রেমের পরিণতি ঘটাতে তাই সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন মুস্তফা ফাইক।
রোববার বাংলাদেশে এসে শাহজাদপুরে প্রেমিকা মল্লিকার বাড়িতে উঠেন তিনি। সোমবার রাতে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা-মল্লিকা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এখন শ্বশুরবাড়িতেই রয়েছেন মুস্তফা। ভিসা প্রসেসিং শেষ হলেই মল্লিকাকে নিয়ে চলে যাবেন তুরস্কে।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মুস্তফা ফাইক বলেন, প্রেমের টানেই বাংলাদেশে এসেছেন তিনি। পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। প্রেমিকাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত-উৎফুল্ল। বাংলাদেশের মানুষের পাশাপাশি প্রকৃতিও তাকে আকৃষ্ট করেছে বলে জানান এই যুবক।
প্রেমিকা মল্লিকা বলেন, তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় তিনি খুবই খুশি। নতুন জীবনের সফলতায় সবার কাছে দোয়া চেয়েছেন তারা।