তপ্ত দুপুরে যশোর শহরের রাস্তায় গাড়ির সারি দেখে অনুমান করা যায় জমে উঠছে ঈদের কেনাকাটা। তাপপ্রবাহও ঘরে রাখতে পারছে না শহরের বাসিন্দাদের। কেনাকাটা করতে গ্রাম থেকেও দলে দলে মানুষ আসছে শহরে। দড়াটনা, এমকে রোড, চৌরাস্তা, মণিহার, জেল রোড, নিউ মার্কেট সবখানেই যানজট। চলাচলে ভোগান্তি কম পোহাতে হচ্ছে না পথচারিদের। ছবিটি মঙ্গলবার দুপুরে এমকে রোড থেকে তোলা। এইচ আর পরাগ
যশোরে বইছে তাপপ্রবাহ। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে প্রাণীকূল। একটু স্বস্তির আশায় যেখানেই পানি পাচ্ছে সেখানেই গা ভিজিয়ে নেয়ার চেষ্টা করছে মানুষ। ছবিটি যশোর সদরের আব্দুলপুর মাঠ থেকে মঙ্গলবার তোলা ।এইচ আর পরাগ