সমাজের কথা ডেস্ক : রাজধানী ঢাকার দুই প্রবেশদ্বারে আজ সোমবার আওয়ামী লীগের শান্তি সমাবেশ। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যাত্রাবাড়ী চৌরাস্তায় দুপুর আড়াইটায় শান্তি সমাবেশ করবে। একই সময়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর উত্তরা আজমপুরে আমির কমপ্লেক্সের সামনে সমাবেশ হবে। মহানগরের নেতৃবৃন্দ জানান, দুই অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম লেখা থাকবে।
ঢাকা বিভাগে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজধানীর দুইদিকে শান্তি সমাবেশ হবে। বিএনপি ইতোমধ্যে সরকারকে টেনে নামানোর ঘোষণা দিয়েছে। এটা তো সম্ভব নয়। তাদের ধমকে একটি গণতান্ত্রিক সরকার পদত্যাগ করবে না। তবে তারা অতীতের মতোই অবৈধ পন্থা অবলম্বন করে জনগণের ক্ষতি করতে চাইবে। আমরা শান্তি সমাবেশের মাধ্যমে জনগণকে সচেতন করব এবং জনগণের পাহারাদার হিসেবে থাকব।’