ঝিকরগাছা পৌর প্রতিনিধি : রাজধানী ঢাকার মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে যশোরের ঝিকরগাছার এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৮ অক্টোবর ভোররাতে মগবাজারের হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের (আবাসিক) চতুর্থ তলার ১২৪ নং কক্ষের দরজা ভেঙে থেকে নাসিম হোসেন (১৬) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নাসিমের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে। তার পিতা প্রবাসী ওলিয়ার রহমান। নাসিম গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, শনিবার রাতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। খবর পেয়ে হোটেলে গিয়ে কক্ষের দরজা ভেঙে নাসিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হোটেল কতৃর্পক্ষের বরাত দিয়ে এসআই নজরুল ইসলাম জানান, তাঁরা জানতে পেরেছেন গত শুক্রবার নাসিম গ্রামের বাড়ি থেকে ঢাকায় পেঁৗছান। সেদিন রাতে হোটেলটির চতুর্থ তলার ১২৪ নম্বর কক্ষে ওঠেন তিনি। শনিবার বিকেল থেকে হোটেল কর্তৃপক্ষ তার কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। রাত ৯টার দিকে হোটেল কর্তৃপক্ষ আবার তার কক্ষে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন।
গঙ্গানন্দপুর গ্রামের ইউপি সদস্য মহিদুল ইসলাম বলেন, বাড়ির কাউকে কিছু না জানিয়েই নাসিম ঢাকা যান। নাসিমের ব্যাংক একাউন্ট থেকে ৪০হাজার টাকা তুলেছেন বলে জানতে পেরেছি।
নাসিমের প্রতিবেশি চাচা রজিবুল ইসলাম রিলিফ জানান, নাসিমের ব্রেনের সমস্যা ছিল। তাকে ঢাকায় জাপান—বাংলাদেশ যৌথ হাসপাতালে চিকিৎসা করা হয়। সর্বশেষ ভারতে চিকিৎসা করানোর প্রস্তুতি চলছিল। রবিবার রাত আটটার দিকে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।