অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে পানি নিষ্কাশনের একটি ড্রেন পরিষ্কার করার সময় ফেনসিডিলের সাড়ে ৪শ’ খালি বোতল উদ্ধার করেছে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।
১৯ অক্টোবর দুপুরে নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের ড্রাইভারপাড়া এলাকার একটি ড্রেন থেকে বোতলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খালি বোতল পৌর কতৃর্পক্ষের হেফাজতে রাখা হয়েছে।
নওয়াপাড়া পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক জানান, বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভিন্ন ড্রেন পরিষ্কারের কাজ শুরু করা হয়।
দুপুরে ড্রাইভারপাড়া এলাকার ড্রেন পরিষ্কার করার সময় ড্রেনের ভেতর থেকে ফেনসিডিলের প্রায় সাড়ে ৪শ’ খালি বোতল উদ্ধার করা হয়। যে বোতলের কারণে ড্রেনে পানি নিষ্কাশন বন্ধ ছিল।
এলাকাবাসী জানায়, চিহ্নিত কিছু মাদক কারবারি প্রকাশ্যে মাদক বিক্রি করে। মাদক সেবনের পর তারা ফেনসিডিলের খালি বোতল পৌরসভার ড্রেনে ফেলে দেয়। প্রতিবাদ করলে তারা মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত জানান, ড্রাইভারপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হয়েছে।
ফেনসিডিলের বোতলের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। সেই ড্রেন পরিষ্কার করার সময় শত শত ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়েছে।
<< আরও পড়ুন >> মাদকাসক্ত ছেলের হুমকিতে আতঙ্কে পিতামাতা
মাদক ক্রয়—বিক্রয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় পুলিশসহ মাদক সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। মাদকের বিষয়ে যে কোনো তথ্য থাকলে পৌর কতৃর্পক্ষকে জানানোর অনুরোধ করা হচ্ছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এ বিষয়ে বেশি আন্তরিক হতে হবে। অভিযান অব্যাহত রাখতে হবে।