নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একদিনের ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮জন। বুধবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত রোকেয়া বেগম(৫৬) শার্শা উপজেলার কাগমারী গ্রামের সাখাওয়াত আলী মোড়লের স্ত্রী। বুধবার সকাল ৭টার দিকে ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চৌগাছার জামাল হোসেন নামে একজন ডেঙ্গু জ্বরে মারা যান।
এদিকে হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, রোকেয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১৮ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তিনি মারা যান।