সমাজের কথা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৫ জন। আর এ সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের।
৭ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৫৫৫ জন।
আরও পড়তে পারেন : বাংলাদেশে ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা
চলতি বছর এ পর্যন্ত ১ হাজার ৪২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৫৯৩ জন।