পোল্টি্র ডেইরী শিল্পের উৎপাদিত পণ্য মুরগির ডিম, মাংস ও দুধের পাইকারী বাজার খুলনা বিভাগীয় শহরে স্থাপনের দাবি জানিয়েছে পোল্টি্র ফিশ ফিড শিল্প মালিক সমিতি। এক বিবৃবিতে বাংলাদেশ পোল্টি্র ইন্ডাস্ট্রিজ ফেডারেশন, খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্টি্র ফিশ ফিড শিল্প মালিক সমিতি এ দাবি জানান।
বিবৃতি দেন সমিতির সভাপতি মাও. ইব্রাহিম ফয়জল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ—সভাপতি সৈয়দ বেলাল হোসেন, গোলাম সরোয়ার পিণ্টু, মো. জাফর, ইলিয়াছ চৌধুরী, এইচ এম সিদ্দিকুর রহমান, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, মহিলা সম্পাদক শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, সালাহ উদ্দিন, আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মাহবুবুর রহমান প্রমুখ। —সংবাদ বিজ্ঞপ্তি