সমাজের কথা ডেস্ক : আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ নামিবিয়ায় ডিপ ফ্রিজে আটকে পড়ে ৪ শিশুর করুণ মৃত্যু হয়েছে। খেলা করার সময় ওই চার শিশু ডিপ ফ্রিজে আটকে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
মৃত ওই চার শিশুর বয়স তিন থেকে ছয় বছরের মধ্যে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, নামিবিয়ার পুলিশ দেশটির উত্তর-পূর্ব জাম্বেজি অঞ্চলে একটি খালি পুরোনো ফ্রিজারে খেলা করার সময় চার শিশুর মৃত্যুর ঘটনা তদন্ত করছে।
গত সোমবার বিকেলে কাতিমা মুলিলো শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অব্যবহৃত ডিপ ফ্রিজারের মধ্যে তিন থেকে ছয় বছর বয়সী ওই শিশুদের উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শিশুরা দুর্ঘটনাক্রমে খেলার সময় আটকে পড়ে এবং ভেতরে দম বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনায় তদন্ত চলছে।
বিবিসি বলছে, চার শিশুর মধ্যে দুইজন ফ্রিজে শ্বাসরোধে মারা যায় এবং অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে দেশটির পাবলিক ব্রডকাস্টার রিপোর্ট করেছে।