ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পিয়ারপুর গ্রামের মা মঞ্জিলে ‘ডাকাতি’ হয়েছে। ওই বাড়ির বাসিন্দা রবিউল পাটোয়ারীর দাবি, গত বুধবার (১১ অক্টোবর ২০২৩) রাতে ৫—৬ জন একদল কালো রঙের কাপড়ে মুখোশধারী ডাকাতগণ তার রুমে প্রবেশ করে।
এ সময় তাদের একজন ছোরা গলায় ধরে গামছা দিয়ে চোখ, মুখ ও হাত পিট মুড়া দিয়ে বেধে ফেলে। এরপর ডাকাত দল বলতে থাকে দুবাই থেকে আসছিস কি কি নিয়ে এসেছিস বের কর তাড়াতাড়ি। এসময় তারা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৫—৬ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায়।
ওই বাড়ির অপর বাসিন্দা শরিফুল ইসলাম পাটোয়ারীর (৪৩) জানান, দুবাই প্রবাসী ছোট ভাই রবিউল ইসলাম পাটোয়ারী (৪১) ও তার স্ত্রী কেয়া খাতুনের কোন দুর্বিসন্ধি থাকতে পারে।
রবিউল ইসলামের স্ত্রী কেয়া খাতুন জানান, দুপুরে এসে খাবার খেয়ে কিছু সময় বিশ্রামের পর পর বাপের বাড়ি দেয়াডাঙ্গা চলে যাই। রাতে শুনতে পাই শুনলাম বাড়িতে ডাকাতি হয়েছে।
শরিফুল ইসলাম পাটোয়ারী জানান, আমার প্রায় ৮ ভরি সোনার গহনা ও প্যান্টের পকেট থেকে নগদ ২২ হাজার টাকা নিয়েছে ডাকাত দল। শরিফুল ও তার স্ত্রী ময়না খাতুন বলেন, সেদিন সম্ভবত পানি বা খাদ্যের সাথে কোন ঘুমের ঔষধ বা অচেতন নাশক কোন দ্রব্য ব্যবহার করেছে অপরাধীরা।
তার সন্দেহের দৃষ্টি ছোট ভাই রবিউল ও কেয়া খাতুনের দিকে। তিনি আরও বলেন, শালিখা পুলিশ ঘটনার তদন্ত করছেন, খুব শিগগির মামলা করবেন ।
ঘটনার ব্যাপারে পিয়ারপুর এলাকার জোহরা বেগম, ইউসুফ ভূইয়া, হোসনে আরা, গোরাপান মিয়া সহ আরও বেশ কিছু লোকজন জানান, আমরা সকালে শুনলাম রবিউল ও শরিফুলদের বাড়িতে রাতে ডাকাতি হয়েছে। তবে আমরা এলাকাবাসীর কোন লোকজন রাতে ডাকাতির ঘটনা টের পায়নি।
এদিকে এলাকাবাসীরএকটি ষূত্র জানায়, রবিউল ইসলাম পাটোয়ারী ও কেয়া খাতুন খুবই চালাক। কিছু দিন আগেও দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে তুমুল ঝগড়াঝাটি ও পারিবারিক গোপন বিষয় নিয়ে ঝামেলা হয়েছিলো।
মঙ্গলবার ১৭ অক্টোবর দুপুর ২.৩০ টার সময় শালিখা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন মুঠোফোনে জানান, দুই ভাইয়ের ভিতরে বিভিন্ন পারিবারিক সমস্যা আছে এবং ছোট ভাইয়ের স্ত্রীর পরোকীয়ার তথ্য পাওয়া যাচ্ছে।
তাদের ভিতরে অন্তর্দন্ধের কারণে এই জাতীয় ঘটনা কেউ কোন পক্ষ করতে পারে। তবে বিষয়টি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত অব্যাহত আছে। তিনি আরও বলেন, এরা আপন দুই ভাই একে অপরকে দোষারোপ করছে।