নিজস্ব প্রতিবেদক : যশোরে ঈদের ছুটিতে আইনজীবীর তালাবদ্ধ বাসায় চুরির মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, মার্কিন ডলার, নগদ টাকা ও সেলাই রেঞ্জসহ বেশ কিছু মালামাল ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। গত ৪ মে বিকেলে চোরাই মার্কিন ডলার ভাঙ্গানোর সময় দু’জনসহ তিনজনকে আটক করা হয়। ৫ মে তাদের আদালতে সোপর্দ করা হলে দুজন এই চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
আটককৃতরা হলো, যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মৃত বাবু মোল্যার ছেলে স্পাইডারম্যান নামে খ্যাত বাপ্পি মোল্যা (২৩), আকবরের মোড় এলাকার খোকন সরদারের ছেলে ইশারত সরদার (২৫), চাঁচড়া ডালমিল এলাকার আঞ্চলিক প্রাণিসম্পদ ও গবেষণা কেন্দ্র এলাকার তরিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম তানভীর (২৫)।
ডিবি পুলিশ জানিয়েছে, যশোর আদালতের আইনজীবী নাসির আলম গত ১৮ এপ্রিল বিকেলে শহরের চাঁচড়া ডালমিল এলাকার বাড়িতে তালাবদ্ধ করে ঈদের ছুটিতে মেহেরপুরে আত্মীয় বাড়ি বেড়াতে যান। ২৪ এপ্রিল সকালে ফিরে এসে দেখেন ঘরের পিছনে এডজাস্ট ফ্যান ভেঙ্গে ভিতরে আলমারিতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা এবং ৭শ’ মার্কিন ডলারসহ ৫ লাখ ৯৮ হাজার ৬১২ টাকার মালামাল নেই।
এই ঘটনায় ১ মে রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন অ্যাডভোকেট নাসির আলম। ওই মামলায় ডিবি পুলিশের একটি টিম গত ৪ মে বিকেলে যশোর শহরের চৌরাস্তা সোনালী ব্যাংকের সামনে মানিএক্সচেঞ্জের দোকানে ডলার ভাঙ্গাতে আসে চোর চক্রের দুই সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ স্পাইডারম্যান নামে খ্যাত বাপ্পি মোল্যাকে আটক করে। তার কাছ থেকে ওই সময় ৪০ হাজার টাকা ও স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। এরপরই পর্যায়ক্রমে আরো দু’জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চোরাইকৃত ক্রিস্টাল পাথরযুক্ত দুই জোড়া কানের দুল একটি আংটি, স্বর্ণের লকেট ও চোরাই কাজে ব্যবহৃত সেলাই রেঞ্জসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার তাদের তিনজনকে আদালতে সোপর্দ করে পুলিশ। এসময় আটক ইশারত ও তানভীর চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।