বিনোদন ডেস্ক : ফারহান আখতারের ‘ডন ৩’ সিনেমায় রণবীর সিং-এর সঙ্গে জুটিবেঁধে অভিনয় করার কথা ছিল কিয়ারা আদভানির। তবে তার কাছে বর্তমানে এই সিনেমার চেয়েও বেশি প্রাধান্য পাচ্ছে নিজের ব্যক্তিজীবন।
এরইমধ্যে কিয়ারা ও সিদ্ধার্থ দম্পতি ঘোষণা দিয়েছেন, তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। তার আগমন উপলক্ষে কিয়ারা এখন নিজের দিকে বেশি খেয়াল রাখছেন। অনাগত সন্তানের কথা ভেবে ‘ডন ৩’ সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা।
যদিও এরমধ্যেই তিনি ‘ওয়ার ২’ এবং ‘টক্সিক’ সিনেমার কাজ করছেন। কারণ এই সিনেমা দু’টির জন্য তিনি আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।
তবে, কিয়ারা আদভানি বা ‘ডন ৩’-এর নির্মাতাদের কাছ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গত বছর এই সিনেমার নির্মাতারা ঘোষণা করেছিলেন যে, কিয়ারা ‘ডন ৩’ সিনেমায় অভিনয় করবেন। এক্সেল এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলো, ‘ডন ইউনিভার্সে স্বাগতম কিয়ারা আদভানি।’
বলা দরকার, গত সপ্তাহে এই অভিনেত্রী মা হওয়ার ঘোষণা দেন। কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা একটি যৌথ পোস্ট শেয়ার করে এই সুসংবাদ দেন। পোস্টটিতে একজোড়া ছোট মোজার ছবি দেন তারা। ক্যাপশনে লেখা ছিল, ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শীঘ্রই আসছে।’
কিয়ারা আদভানি সম্প্রতি বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ করেছেন। এখানে তিনি হৃতিক রোশনের সঙ্গে পর্দা শেয়ার করেছেন। এছাড়াও তিনি কাজ করছেন যশরাজ ফিল্মসের ‘টক্সিক’ সিনেমায়।
এই দু’টি সিনেমা ছাড়াও ‘শক্তি শালিনী’ ও ‘ধুম ৪’ সিনেমায় অভিনয়ের কথা শোনা যাচ্ছে কিয়ারার। সিনেমা দু’টি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।
সূত্র: পিংকভিলা