সমাজের কথা ডেস্ক : রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছে জাতীয় মানবাধিকার কমিশন।এ ছাড়া সারাদেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।
কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা নয়, বরং বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটি একটি ইচ্ছাকৃতভাবে ঘটানো নাশকতামূলক ঘটনা বলেই ঘটনাস্থলে বর্তমানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধারণা করছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক।’
জাতীয় মানবাধিকার কমিশন এ ঘটনায় মর্মাহত, উদ্বিগ্ন এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়ার সময়ের ক্ষেত্রে অত্যন্ত আশঙ্কিত।কমিশনের চেয়ারম্যান বলেন,‘যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত ও দগ্ধ হয়েছেন তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’
দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও কোনো দায় বা দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা ছিল কিনা তা যেমন যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে আগামী দিনগুলোতে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ ও মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানায় জাতীয় মানবাধিকার কমিশন।