ক্রীড়া ডেস্ক : আগামী অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা নারীদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু সরকার পতনসহ সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলার অবনতির কারণে আইসিসির এই ইভেন্ট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মাঝেই ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ দাবি করেছে যে, বিসিবি নাকি এই টুর্নামেন্ট আয়োজন করতে ভারতকে অনুরোধ জানিয়েছে। তারা বিসিসিআই সচিব জয় শাহ’র একটা বক্তব্যও প্রকাশ করেছে।
জয় শাহ ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘তারা (বিসিবি) বিসিসিআইকে অনুরোধ করেছে ইভেন্টটি আয়োজন করতে পারবে কি না। কিন্তু আমি স্পষ্টভাবে বলেছি- না। তখন (অক্টোবরে) মৌসুমী বৃষ্টিপাত থাকবে এবং আগামী বছর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবো। পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করার ধারণাটি আমি দিতে চাই না।’
এদিকে, ক্রিকেট বিষয়ক জনপ্রিয় দুই ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ ও ‘ইএসপিএনক্রিকইনফো’ দাবি করেছে যে, বিসিবি নয়; মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য বিসিসিআইকে অনুরোধ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি!
দেশের একটি গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা বিসিসিআইকে এমন কোনও অনুরোধ করিনি। এ বিষয়ে কোনও সিদ্ধান্তও হয়নি।’
আগামী ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১০ দলের এই আসর হওয়ার কথা। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেক বোর্ডকর্তা আত্মগোপনে আছেন। যদিও দায়িত্ব নেওয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে বলেছিলেন, ‘একটা বিষয় আমার চোখে পড়েছে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য, ইউনূস স্যার সঙ্গে আছেন।’