নিজস্ব প্রতিবেদক : বিক্রয় নিষিদ্ধ টিসিবি তেল খোলা বাজার থেকে উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ মোকছিমুল বারী মামলটি করেছেন। মামলায় ডিলার লোকনাথ ভান্ডারের মালিক গৌরাঙ্গ পাল বাবুসহ তিনজনকে আসামী করা হয়েছে। এরমধ্যে চোরাই তেলের ক্রেতা রেজাউল ইসলাম ও তার ছেলে দাউদ হোসেন আটক রয়েছে।
মামলার এজহারে উলেস্নখ রয়েছে, গত ২৬ ফেব্রম্নয়ারি ঝিনাইদহের সরকারি গোডাউন থেকে মেসার্স লোকনাথ ভান্ডারের স্বত্বাধীকারী গৌরাঙ্গ কুমার পাল বাবু টিসিবি পণ্য উত্তোলন করেন। ওই পণ্যের মধ্যে ১০৮ বোতল খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ সয়াবিন তেল শহরের হাটচান্নি মার্কেটের আলু পট্টির রেজাউল ইসলামের দোকানে বিক্রির জন্য মজুত রাখে।
২৭ ফেব্রম্নয়ারি রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা ওই তেল আটক করে পুলিশকে খবর দেয়। এরপরে পুলিশ এসে সেখান থেকে ১০৬ বোতল তেল ভর্তি এবং দুইটি খালি বোতল উদ্ধারসহ দোকান মালিক রেজাউল ইসলাম ও তার ছেলে দাউদ হোসেনকে আটক করে। আটক দুইজনেক সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
বাবু পাল টিসিবি’র ডিলার হওয়ায় দীর্ঘদিন ধরে হাটচান্নি মার্কেটে রেজাউল ইসলাম, ইয়াছিন ও মোহাম্মদ আলীর মাধ্যমে সয়াবিন তেল, মুশুরী ডাল, চিনি ও ছোলাসহ বিভিন্ন ধরণের পণ্য চোরাইভাবে বিক্রয় করে আসছিলেন বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।
তবে এদিনের ঘটনায় থানায় মামলা হলেও মূল আসামি টিসিবি’র ডিলার বাবু পাল পলাতক রয়েছেন।
এই মামলার তদšত্ম কর্মকর্তা সদর ফাঁড়ি পুলিশের এসআই জাকির হোসেনের ব্যবহৃত ০১৭১২-৫৭১৮২৮ নম্বর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
সদর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল আলিম এবং কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম এই ব্যাপারে কিছুই জানেন না বলে ফোনে জানিয়েছেন।