নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কপোর্রেশ বাংলাদেশ (টিসিবি) ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে। শুক্রবার সন্ধ্যায় প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে সাতটি ট্রাকে ২০১ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টিসিবির পেঁয়াজ দ্রুত ছাড়ার জন্য ২৪ ঘণ্টা বন্দর সচল রেখে কাজ করা হয়েছে। শুক্রবার সাতটি ট্রাকে ২০১ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, খাওয়ার উপযুক্ত হওয়ায় বন্দর থেকে পেঁয়াজের ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ দিকে সরকারিভাবে পেঁয়াজ আমদানিতে দেশীয় বাজারে পেঁয়াজের দাম কমবে বলে মনে করছেন বিক্রেতারা। এক সপ্তাহ আগে খোলাবাজারে ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।
কাগজপত্রের তথ্য অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৫৫ টাকার মধ্যে। তবে সরকার অর্ধেকের কম দামে এই পেঁয়াজ তুলে দেবে নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী মানুষের হাতে।