সমাজের কথা ডেস্ক : শর্ট ভিডিও ও বিনোদন প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয় মাধ্যম টিকটক। সাধারণ মানুষ থেকে তারকা, সবাই মজে আছেন টিকটকে । ২০২২ সালে যেসব কনটেন্ট এই প্ল্যাটফর্মে আপলোড হয়েছে, প্রতিষ্ঠানটি সেগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে
বাংলাদেশ থেকে এ বছর যেসব ভিডিও জনপ্রিয়তা পেয়েছে অভিনেত্রী সামিরা খান মাহির ভিডিও তার মধ্যে শীর্ষে। সামিরা খান মাহি বিষয়টি জানতে পেরেছেন এক বন্ধুর কাছ থেকে । সে ঘটনা জানিয়ে সামিরা বলেন,
‘অবশ্যই এটা ভালো লাগার বিষয়। একটা প্ল্যাটফর্মে এত মানুষ সক্রিয় আছেন। সেখানে মানুষ আমার ভিডিওগুলো বেশি দেখেছেন, এটা আনন্দের বিষয়। সামিরা খান মাহির টিকটক অ্যাকাউন্টে ৪৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে। অন্যদিকে তিনি ফলো করেন মাত্র ৫৭৩ জনকে। তার ভিডিওগুলো এ পর্যšত্ম ১৩২ দশমিক ৮ মিলিয়ন লাইক পেয়েছে।
তবে সামিরা আগে টিকটকে বেশি বেশি ভিডিও বানালেও এখন সেটা কমিয়ে এনেছেন বলে জানান। এর কারণ পেশা। ‘শুটিং ব্য¯ত্মতার কারণে এখন আর সেভাবে সময় হয়ে ওঠে না’ বলেন এই অভিনেত্রী ।