নিজস্ব প্রতিবেদক, চৌগাছা (যশোর): ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জাতীয় পুরস্কার পেয়েছেন চৌগাছার কৃতি সন্তান ইসতিয়াক আহাম্মদ তৌফিক।
ক্যাডেট তৌফিক চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব চৌগাছার সভাপতি এবং দৈনিক সমাজের কথার স্টাফ রির্পোটার ইয়াকুব আলী ও পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা খাতুনের ছেলে। তিনি বরিশাল ক্যাডেট কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে এ পুরস্কার লাভ করেন।
টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও শিক্ষাবিদ অধ্যাপক ড. পারভীন হাসান—এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখা রুজ্জামান।
এবার ক বিভাগ থেকে কার্টুন প্রতিযোগিতায় (১৩—১৮ বছর) প্রথম, ২য় ও ৩য়সহ তিন জনকে পুরস্কার দেয়া হয়েছে।
এর মধ্যে ইসতিয়াক আহাম্মদ তৌফিক জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেন । তাকে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট, সনদপত্র দেয়া হয়।
তৌফিক তার এ পুরস্কারে মোবাইল ফোনে তার অনুভুতি প্রকাশ করে বলেন, আমি ভীষণ খুশী। আমার অর্জন জন্য কলেজের চারুকলা বিভাগের শিক্ষক মিঠুন মন্ডলের অনুপ্রেরণায় সম্ভব হয়েছে।