সমাজের কথা ডেস্ক : টানা ১৩ দিন ধরে চলছে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজায় হামাসের মধ্যে যুদ্ধ।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে রকেট ছোড়ে। গাজার হামলার জবাবে গাজায় একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী।
১৯ অক্টোবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৮৫ জনে। সেইসঙ্গে আহত হয়েছে অন্তত ১০ হাজারের বেশি মানুষ।
<< আরও পড়ুন >> গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা : নিহত ৫০০
এদিকে গাজায় স্থল, আকাশ ও নৌপথে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে ঠিক কবে এ অভিযান শুরু হবে— তা নিয়ে মুখ খুলেনি ইসরায়েলি সেনাবাহিনী।
এদিকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।