সমাজের কথা ডেস্ক : হাইকোর্টে স্থগিত হওয়া ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। বুধবার হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করলে পুনঃতপশিল ঘোষণা করেন ঝিনাইদহ-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির।
রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবির জানান, মামলা জনিত কারণে গত দু’দিন আগে ঝিনাইদহ- ১ আসনের উপনির্বাচনের তপশিল স্থগিত করেন হাইকোর্ট। সরকার পক্ষের আবেদনে সেই আদেশ বুধবার স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এ কারণে নির্বাচনের আর কোনো বাধা না থাকায় পুনঃতপশিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তিনি আরও জানান, আগের তারিখ অনুযায়ী ৫ জুনই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় দু’দিন বাড়িয়ে ১০ মে শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বাছাই ১ মে, আপিল ১২ থেকে ১৬ মে, আপিল নিষ্পত্তি ১৭ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ মে ও প্রতীক বরাদ্দ ১৯ মে।