ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পুরস্কার পাওয়ায় পৌর মেয়র কাইযুম শাহরিয়ার জাহেদী হিজলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর সভার নিবার্হী কর্মকর্তা নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার কামাল উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চান, ওয়ার্ড কাউন্সিলর সামসিল আরেফীন কায়সার, কাউন্সিলর ফারহেনা রেজা আঞ্জু, বুলবুলি ইসলাম ও পৌর সভার কর্মচারী ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম। পরিচালনা করেন পৌর সভার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল রহমান রিপন।