ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঝিনাইদহ—১ আসনে আব্দুল হাই (নৌকা) ভোট পেয়েছেন ৮৫ হাজার ৫৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক) পেয়েছেন ৬৪ হাজার ৯৪৯ ভোট।
ঝিনাইদহ—২ আসনে নাসের শাহরিয়ার জাহেদী মহুল(ঈগল) ভোট পেয়েছেন ১লাখ ৩১ হাজার ৮ শত ৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহ্জীব আলম সিদ্দিকী সমি (নৌকা) পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৪৯।
ঝিনাইদহ—৩ আসনে সালাউদ্দিন মিয়াজি (নৌকা) ভোট পেয়েছেন ৫৬ হাজার ২৪৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল আজম খাঁন চঞ্চল (ট্রাক) পেয়েছেন ৪৫ হাজার ১৮৪ ভোট।
ঝিনাইদহ—৪ আসনে আনোয়ারুল আজীম আনার (নৌকা) ভোট পেয়েছেন ৯৬ হাজার ৫০৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ খোকন (ট্রাক) পেয়েছেন ৫৭ হাজার ১০০ ভোট। এসকল তথ্য সংশি¬ষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে।