সাজ্জাদ আহমেদ,ঝিনাইদহ : ঝিনাইদহে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের (এডাব) আয়োজনে চলছে ‘সংগঠনের ব্যবস্থাপনা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ। মঙ্গলবার সকালে সৃজনী ফাউন্ডেশন কেন্দ্রে এ প্রশিক্ষণ হয়।
অতিরিক্ত প্রশাসক (সার্বিক) ও শিক্ষা ও আইটিসি) রথীন্দ্র নাথ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন এডাব কেন্দ্রীয় সচিবালয় ঢাকা কর্মসূচী পরিচালক কাউসার আলম কনক। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন এডাব ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি ও এসডাপ-এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন এডাব ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব ও প্রভা সোসাইটির নির্বাহী পরিচালক এনামুল কবীর বাবুল। কর্মশালাটি পরিচালনা করেন এডাব রির্সোস পুলের সদস্য মেহেনাজ পারভীন মালা, এডাব এর যোগাযোগ কর্মকর্তা সমাপিকা হালদার ও ওয়ারেস। এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী রেজাউল করিম প্রশিক্ষণের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ, মাগুরা মেহেরপুর, কুষ্টিয়া ও খুলনা জেলার এডাবের সদস্য সংস্থা থেকে ২৬টি এন.জি.ও’র প্রতিনিধিগণ এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করেন।