সাজ্জাদ আহমেদ,ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মশিউর রহমান দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিস। উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ফারুক হোসেন । শহিদুল ইসলাম, আতাহার আলী, তুহিন আলী, রবিউল আলম, সোহাগ, এমদাদ রেজা, লাল্টু মিয়া, আঃ হাকিমসহ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক উপস্থিত ছিলেন। বিভিন্ন বিদ্যালয়ের ৫৬ জন ছাত্র এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এছাড়া মঙ্গলবার সকালে ফজর আলী গার্লস স্কুল এÐ কলেজের অডিটোরিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজর আলী গার্লস স্কুল এÐ কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ। রেফারি ছিলেন ফজর আলী গার্লস স্কুল এÐ কলেজের সহকারী শিক্ষক (শরীরচর্চা) সুরাইয়া বেগম ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ফারুক হোসেন। বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬৪ জন ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।