ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ পৌর এলাকায় পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে অঞ্জনা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কবি গোলাম মোস্তফা সড়কের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অঞ্জনা যশোরের চূড়ামন কাটি গ্রামের ওহিদুল ইসলামের মেয়ে। বর্তমানে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় বাসা ভাড়া থাকেন।
ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মশিউর রহমান জানান, শহরের হামদহ এলাকার বাসিন্দা অঞ্জনা খাতুন তার মা ও মেয়ের সঙ্গে অটোরিকশায় করে শহরের চাকলাপাড়া থেকে বাসায় ফিরছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ওই স্থানে পৌঁছালে রিকশা চালক সড়কের ভাঙা এড়াতে গেলে রাস্তায় পড়ে যান অঞ্জনা খাতুন। এসময় ওই সড়কে চলা একটি পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পিকআপভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।