ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বার স্বতন্ত্র নির্বাচিত চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন এবং মধুহাটি ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র নির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাসকে ক্ষমা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের নির্দেশনা প্রদান করা হয়েছে দল থেকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক নির্দেশনা শনিবার এ তথ্য জানাগেছে।
সেখানে বলা হয়েছে, কাজী নাজির ও আলতাফ হোসেন তাদের ভুল স্বীকার করে
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠণতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোনো কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন। সে প্রেক্ষিতে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) ও ৪৭ (২) ধারা মোতাবেক তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করা হয়েছে।