ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জামায়াত নেতা এনামুল হক হত্যার ঘটনায় সাবেক দুই এমপিসহ ১৯ জনের নামে মামলা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে নিহতের ভাই বিএম তারিকুজ্জামান মামলাটি করেন।
মামলায় আসামিরা হলেন, ঝিনাইদহ-৩ আসনের সাবেক দুই সংসদ সদস্য নবী নেওয়াজ ও শফিকুল আজম খান, কোটচাঁদপুরের সাবেক সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এসআই সৈয়দ আলী ও কনস্টেবল সমির কুমারসহ আরও ১৯ জন।
বাদীপক্ষের আইনজীবী রুস্তম আলী বলেন, এনামুল হক কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ছিলেন। ২০১৪ সালের ২৫ জানুয়ারি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে যান। এ সময় তিনি উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে ফিরছিলেন। পরদিন শহরের নওদাপাড়া গ্রামে এনামুল হকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। ওই সময় পুলিশ দাবি করে যৌথ বাহিনীর অভিযানে এনামুল নিহত হন।
তিনি আরও বলেন, বাদীর অভিযোগটি গ্রহণ করে আদালত কোটচাঁদপুর থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ আল মামুন জানান, আদালতের আদেশ এখনো থানায় পৌঁছায়নি। হাতে পেলে নির্দেশনা মোতাবেক মামলা রেকর্ড করা হবে।