ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ঝিকরগাছা ক্রিকেট একাডেমী ও শিক্ষা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকালে তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠ সংলগ্ন ক্রিকেট একাডেমীতে আসেন। এসময় তিনি ক্রিকেট একাডেমী পরিচালিত আলোকিতপথ নৈশ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
চলতি মৌসুমে ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর ছাত্র উপজেলার লক্ষিপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে নয়ন ইসলাম বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে খেলার যোগ্যতা অর্জন করায় সাবেক এই ক্রিকেটার ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। নয়ন ইসলাম বর্তমানে ঢাকা বিকেএসপিতে রয়েছে। আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র ডেভলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা ক্রিকেট একামেীর উপদেষ্টা ডা. শওকত হায়দার, আমিনুল ইসলাম বুলবুলের পুত্র ক্রিকেটার মাহাদির ইসলাম, ক্রিকেট একাডেমী ও শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি শাহানুর কবির হ্যাপি, সহ-সভাপতি আহম্মেদ রেজা সজীব, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান আলো, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ক্রিকেট একাডেমীর কোচ হাবিবুল বাশার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মুকুট, সদস্য গোলাম হোসেন প্রমুখ।