ঝিকরগাছা উপজেলার মাটশিয়া গ্রামের ১১২ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এ উপলক্ষে গোলদার পাড়া ঈদগাহ মাঠে শুক্রবার আয়োজিত সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এড. মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ কুমার ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইবাদ আলীর, উপজেলা আ’লীগ নেতা আকবর হোসেন জাপানী, বাঁকড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, হাজিরবাগ ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাবেক চেয়ারম্যান মাও. মতিউর রহমান, প্রধান শিক্ষক জিল্লুর রহমান ছিদ্দিকী, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাওলানা আনারুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি প্রভাষক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা রকিবুল হাসান মিন্টু, আসাদুজ্জামান, মশিউর রহমান তাপু, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, মিঠু মোল্যা, ছাত্রনেতা নাজিউর রহমান অনিক প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আ’লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম। -সংবাদ বিজ্ঞপ্তি