ঝিকরগাছা পৌর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ও শংকরপুর ইউনিয়নে তাঁতী লীগের আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রæয়ারি) উপজেলা পরিষদের ডাক বাংলোয় সভা শেষে কমিটি ঘোষণা করা হয়। উপজেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসানুর রহমান স্বাক্ষরিত কমিটি সূত্রে জানা গেছে, নাভারণ ইউনিয়ন তাঁতী লীগের আহŸায়ক হয়েছেন মুন্সী মেহেদী হাসান, যুগ্ম-আহŸায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী, খলিলুর রহমান, জয়নাল আবেদীন, বশির উদ্দীন ও আউয়াল হোসেন। সদস্য সচিব হয়েছেন গোলাম মোরশেদ।
শংকরপুর ইউনিয়নের আহŸায়কের দায়িত্ব পেয়েছেন বাবু অসিম মন্ডল। যুগ্ম-আহŸায়ক হয়েছেন সবুজ হোসেন, সাবুর আলী, তমেজ ফকির, আব্দুল খালেক ও তুহিন হোসেন, সদস্য সচিব হয়েছেন সুমন হোসেন। নবগঠিত কমিটিকে আগামী ৯০ দিনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসানুর রহমান জানান, প্রথমবারের মতো কমিটি পেল নাভারণ ও শংকরপুর ইউনিয়ন তাঁতী লীগ। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। খুব দ্রæত উপজেলার বাকি নয়টি ইউনিয়নে কমিটি গঠন করা হবে বলেও জানান তারা।