ঝিকরগাছা পৌর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও সম্মেলন আয়োজন করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর উন্মুক্তমঞ্চে এ সভা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ এ দেশের মাটি-মানুষের উন্নয়নের জন্য কাজ করে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক এম এম মেহেদী হাসান লিটু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে আজ উন্নয়নের রোল মডেল। স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রীর বিশ্ব¯ত্ম ভ্যানগার্ড।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্র¯ত্মুত কমিটির যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরমেয়র মো¯ত্মফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরম্নল ইসলাম।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক শেখ ইমরান হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাছিমুল হাবীব শিপার, জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান কেটি, যুগ্ম-আহ্বায়ক আজাহারম্নল ইসলাম লাবু, কামরম্নজ্জামান কামাল প্রমুখ।