ঝিকরগাছা পৌর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর শ্যালক দুলাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে যশোর বেনাপোল মহাসড়কের নবীব নগর মোল্লা ফিলিং ষ্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেনাপোলের নারায়নপুর গ্রামের সাহেব আলীর ছেলে হৃদয় হোসেন (২৫) এবং একই গ্রামের নেকা হোসেনের ছেলে বাবু হোসেন (২৭)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে মোল্লা ফিলিং ষ্টেশন থেকে তেল নিয়ে মহাসড়কে উঠছিল একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩১৬২)।
এ সময় বেনাপোল থেকে যশোরগামী মোটরসাইকেল (যশোর ল-১৪-৯৫৬৮) ট্রাকটির সামনে পড়ে। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা হৃদয় হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং বাবু হোসেন মারাত্মকভাবে আহত হয়। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আহত বাবুকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নবীব নগর তেল পাম্পের সামনে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে রিদয় হোসেন ও বাবু হোসেন নামের দুজন নিহত হয়েছে। পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রাখা হয়েছে।