কামরুজ্জামান কামাল/ শাহ জামাল শিশির, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় ৩ দিন ব্যাপি ফুল উৎসবের সমাপনী উপলক্ষে এক আলোচনা ও পুরস্কার বিতরণীসভা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো¯ত্মফা আনোয়ার পাশা জামাল, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, গদখালি ইউপি চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান খাইরম্নজ্জামান, শংকরপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জি, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাদের আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা ইমামুল হাবীব জগলু।অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃষক সম্মাননা দেওয়া হয়। পরে অতিথিরা মেলায় বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন ও নার্সারি ঘুরে দেখেন।
উপজেলার পানিসারা-হাড়িয়া ফুলমোড়ের এ উৎসবে তখন হাজারো দর্শনার্থী ছিলেন। এর আগে সকালে, নারী ফুলচাষিদের সাথে সরকারের উন্নয়ন দর্শন সম্পর্কে উঠোন বৈঠক, নারী নেতৃত্বের গ্রম্নপ ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফুল উৎসব ঘিরে দর্শনার্থীদের মাঝে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছিলো ফুলের বিভিন্ন স্টল, ফুলের নান্দনিক সৌন্দর্যের পসরা সাজানো পার্ক ও চিত্ত বিনোদনের ব্যবস্থা। মনোঞ্জ সাংস্কৃতিক সন্ধ্যার বর্ণিল আয়োজনও সবাইকে মুগ্ধ করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হকের ফুল উৎসবের ব্যতিক্রমী আয়োজন সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গত ১৯জানুয়ারি যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে ফুল উৎসব উদ্বোধন ঘোষণা করেন। প্রথমবারের মত ফুলের রাজধানীখ্যাত গদখালীর পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে তিন দিনব্যাপী ফুল উৎসবের আয়োজন করে ঝিকরগাছা উপজেলা প্রশাসন। প্রথমবারের মত মেলা অনুষ্ঠিত হওয়ায় এলাকার ফুলচাষি, ব্যবসায়ী, ফুল সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।