ঝিকরগাছা পৌর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় মাদরাসায় যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন এক শিক্ষার্থী। শ্রীরামপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার দশম শ্রেনীর ওই ছাত্রী এ হামলার জন্য প্রাক্তন স্বামীকে দায়ী করেছেন। বর্তমানে সে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। বুধবার সকালে মাদরাসার কোচিং ক্লাসে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। জানা যায়, বছরখানেক আগে প্রেমের সম্পর্কে পরিবারের অমতেই গোপনে শ্রীরামপুর মাদরাসা পাড়ার হাসিবুল হাসান শান্ত'কে বিয়ে করে ওই শিক্ষার্থী। তবে কিছুদিন পরে সেই সম্পর্কের ইতি টেনে পিতার বাড়িতে চলে আসে সে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেই ক্ষোভেই তার উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে শান্ত। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পিতা থানায় চারজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন।
ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।