ঝিকরগাছা পৌর প্রতিনিধি : উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা বুধবার সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। বেসরকারি মানবাধিকার সংস্থা 'নাগরিক উদ্যোগ' এই আয়োজন করে। মতবিনিময় সভায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, পরিষদের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। নাগরিক উদ্যোগ যশোর এর সিএসও সদস্য মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শামসুন নাহার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সত্যজিৎ সানা, নাগরিক উদ্যোগের খুলনা বিভাগের সহকারি সমন্বয়কারী পলাশ দাস, ঝিকরগাছা ওয়েব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে.এম ইদ্রিস আলী, পানিসারা ইউনিয়নের সিবিও সদস্য সুভাস চন্দ্র ভক্ত, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সেলিম হোসেন বিজয়, দলিত গোষ্ঠীর প্রতিনিধি কালী দাস, আদিবাসী নকুল বিশ্বাস।