নিজস্ব প্রতিবেদক॥ ডিবি পুলিশ ক্রেতা সেজে ফাঁদে ফেলে ইয়াবা, অস্ত্র-গুলিসহ সোহেল রানা (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সোমবার ভোরে যশোরের ঝিকরগাছা শহরের মোবারকপুর রেললাইনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা ঝিকরগাছার মোবারকপুর এলাকার মোসলেম বিশ্বাসের ছেলে।
যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, তাদের কাছে খবর ছিল, সোহেল রানা ইয়াবা ট্যাবলেটের পাইকারি বিক্রেতা। কক্সবাজার থেকে তিনি নিজস্ব ট্রাকে ইয়াবার চালান নিয়ে আসেন। সোমবার ভোরে একজন সোর্সকে টাকা পাঠিয়ে তার কাছ থেকে ইয়াবা কেনার চেষ্টা করা হয়। ওই সময় তিনি সোর্সের কাছে ইয়াবা বিক্রি করলে আশেপাশে থাকা ডিবি সদস্যরা তাকে ইয়াবাসহ আটক করেন। এরপর তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং নগদ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে তার ঘর তল্লাশি করে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিবি ওসি জানান, এ ঘটনায় সোহেলের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।