ত
ঝিকরগাছা পৌর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছা হাজিরবাগ ইউনিয়নের ইস্তা-কুল্যার মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইস্তা গ্রাম যুব সমাজের উদ্যোগে এবং হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমানের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে কয়েক হাজার মানুষ এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য মাঠে আসেন। দীর্ঘদিন পরে এমন এক আয়োজনে এলাকার শিশু, বৃদ্ধসহ সবশ্রেণি পেশার মানুষ প্রতিযোগিতা দেখার জন্য আসেন। প্রতিযোগিতায় ৮টি ঘোড়া অংশগ্রহণ করে। এর মধ্যে স্বাগতিক ইস্তা গ্রামের জাহাঙ্গীর আলম টুনুর ঘোড়া কুয়াশা ১ম, নড়াইলের তুফান ২য়, তালার স¤্রাট ৩য়, উভয়নগরের পাখি ৪র্থ ও বাঘারপাড়ার বাহাদুর ৫ম স্থান অধিকার করে। বিজয়ীদের নগদ টাকা পুরস্কার দেয়া হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান। প্রতিযোগিতার উদ্বোধন করেন, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান। নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেনের সার্বিক পরিচালনায় সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিস-উর রহমান, ইউপি সদস্য আতিয়ার রহমান, এরশাদ আলী, শিপন হোসেন, অহেদ আলী, আবু তাহের, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মাবুদ খাঁ প্রমুখ।