সমাজের কথা ডেস্ক : আর্জেন্টিনায় ভয়াবহ এক ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে দেশটির এক স্পোর্টস ক্লাবের ছাদ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ১৩ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টি ও বাতাসে বাহিয়া ব্লাঙ্কা বন্দরনগরীর ওই ভবনের ছাদ দুর্বল হয়ে পড়ে। সেসময় সেখানে একটি স্কেটিং প্রতিযোগিতা চলছিল।
মেয়রের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, দদুর্ভাগ্যজনকভাবে আমাদের নিশ্চিত করতে হচ্ছে যে এই দুর্ঘটনায় আমার ১৩ জনকে হারিয়েছি। এখনো অনেকে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে দমকলকর্মীরা কাজ করছেন।