নিজস্ব প্রতিবেদক : যশোরে স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় স্বামী আমানুলস্নাহকে(২৬) পিটিয়ে ও ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে শহরের জেস গার্ডেন পার্কে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত আমানুলস্নাহ যশোর পুলিশ সুপার বাসভবন সংলগ্ন এলাকার আবুল কাশেমের ছেলে।
হাসপাতালে আহত আমানুলস্নাহ জানিয়েছেন, শনিবার দুপুরে পিকনিক করতে ফ্যামিলি নিয়ে পার্কে যান। আড়াইটার দিকে কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার স্ত্রী সাবরিনা রহমানকে ইভটিজিং করছিল। এ সময় তিনি প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও পরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পার্কে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জরম্নরি বিভাগের চিকিৎসক বিচিত্র মলিস্নক জানান, আহতের শরীরে পিটানোর চিহ্ন রয়েছে। এছাড়া পায়ে ছুরিকাঘাত করা হয়েছিল। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে