৮ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
জেলেনস্কির ওপর আস্থা হারাচ্ছে যুক্তরাষ্ট্র

সমাজের কথা ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর আস্থা হারাচ্ছে ঘনিষ্ট মিত্র আমেরিকা। এ কারণে তাকে গদি থেকে সরানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। সম্প্রতি এমনটাই দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা দপ্তর 'ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর)'। খবর মেহের নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির কার্যক্রমে মোটেও সন্তুষ্ট নন জো বাইডেন এবং তার বন্ধু দেশগুলো। আর সেই কারণেই জেলেনস্কিকে সরানোর পরিকল্পনা করছেন তারা।
রাশিয়ার গোয়েন্দা দফতরে দাবি, ইউক্রেনের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তাও নাকি ঠিক করে ফেলেছে আমেরিকা। আর সেটি হলে জেলেনস্কিকে সরিয়ে সেই জায়গায় বসানোর জন্য ইউক্রেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভের কথা বিবেচনা করছে তারা।

এ বিষয়য়ে এক বিবৃতিতে এসভিআরের দাবি, আমেরিকার ধনকুবেররা জেলেনস্কির প্রতি ক্রমশ অসন্তুষ্ট হয়ে উঠছেন। কারণ, রুশ আগ্রাসন ঠেকাতে যে কোটি কোটি ডলার ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়েছে, তা কীভাবে খরচ করা হচ্ছে তা নিয়ে সন্দেহ করতে শুরু করেছেন তারা।

দাবি উঠেছে, যুদ্ধের নামে যে অর্থ সাহায্য জেলেনেস্কি আমেরিকা এবং বন্ধু দেশগুলোর থেকে পাচ্ছেন, তা ব্যক্তিগত ভোগবিলাসে নয়ছয় করতে শুরু করেছেন। আর তা নিয়ে তার উপর বিরক্ত আমেরিকার রাজনীতিক থেকে বিত্তশালীরা।

আমেরিকার প্রভাবশালীরা নাকি বলতে শুরু করেছেন যে, ইউক্রেনের হিতের কথা আর ভাবছেন না জেলেনস্কি। বরং ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছেন যা, ইউক্রেনের জন্য ‘ক্ষতিকর’।

এদিকে গত সপ্তাহে রাশিয়ার কুরস্কে হঠাৎ করে ইউক্রেনের কয়েক হাজার সেনা প্রবেশ করে। ওই অঞ্চলের সুদঝা নামের একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। জেলেনস্কির বিবৃতি এরই মধ্যে বিশ্বজুড়ে হইচই ফেলেছে। রাশিয়া যেমন চমকে গেছে, তেমনই অবাক হয়েছে ইউক্রেনের বন্ধু দেশগুলোও। আমেরিকাও নাকি ইউক্রেনের এই পদক্ষেপের কথা আগে থেকে জানতে পারেনি। এ নিয়েও নাকি আমেরিকা বিরক্তি প্রকাশও করেছে।
রুশ গোয়েন্দা দপ্তরের মতে, এসব কারণেই আরও নিয়ন্ত্রিত এবং কম দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে জেলেনেস্কির পদে বসাতে চাইছে আমেরিকা। আর সেখান থেকেই নাকি আভাকভের কথা মাথায় এসেছে। ২০১৪ সালে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসেন আভাকভ। ২০২১ সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। এসভিআরের দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে যাদের নাম উঠে আসছে, তাদের মধ্যে সবচেয়ে উপযুক্ত মনে করা হচ্ছে আভাকভকেই।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram