নিজস্ব প্রতিবেদক : যশোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে জেলিপুশকৃত ৩৪০ কেজি চিংড়ি মাছ ধ্বংস ও দুই বাস মালিককে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা ও মাছ ধ্বংস করা হয়।
র্যাব—৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বিপুল পরিমাণ চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে অপদ্রব্য জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে বিপুল পরিমান জেলি পুশ চিংড়ি নিয়ে যশোর মনিহার মোড় হয়ে হিমেল সিমান্ত নামক একটি বাস সাতক্ষীরা থেকে শেরপুর এবং আরেকটি আসিফ স্পেশাল বাস সাতক্ষীরা হতে রংপুর যাচ্ছে।
এই সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার রাত সাড়ে ১০টা থেকে রাত পৌনে দু’টা পর্যন্ত র্যাব—৬, সিপিসি—৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন, স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ. ফয়সাল তানভীর ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ’র সমন্বয়ে র্যাবের একটি আভিযানিক দল মনিহার এলাকায় অভিযান চালায়।
অভিযানে ওই দু’টি বাস থেকে মোট ১১টি ককসিট ভর্তি আনুমানিক ৩৪০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করার প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি ৪(৪), ৫(৯) লংঘন করায় হিমেল সিমান্ত (রেজি: নং ঢাকা মেট্রো ব—১১— ২৯১৩) বাসের মালিক সঞ্জয় গুপ্ত লাল’কে ২৭ হাজার টাকা ও আসিফ স্পেশাল (রেজি: নং রংপুর মেট্রো ব—১১—০০১৩) বাসের মালিক আব্দুল মান্নান’কে ২৯ হাজার টাকা, মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে অপদ্রব্য জেলি পুশ চিংড়ি পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।