নিজস্ব প্রতিবেদক : যশোর রেলস্টেশন এলাকায় চাঞ্চল্যকর জুম্মান হত্যাকাণ্ডের আসামি ভাগ্নে ইমনকে (১৯) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ঢাকার দোহার থানাধীন মধুরচর এলাকা থেকে র্যাব—৬ যশোর ও র্যাব—১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানে তাকে গ্রেফতার করা হয়। র্যাব—৬ যশোর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক বিজ্ঞপ্তিতে এতথ্য দেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, জুম্মান হত্যাকাণ্ডের মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে মামলার ৩ জন আসামি গ্রেফতার করা হয় এবং হত্যার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে র্যাব—৬, যশোর ক্যাম্প গোপন সূত্র ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ৪ মার্চ (সোমবার) রাতে জানতে পারে যে, চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার অন্যতম ও ১নং এজাহারনামী আসামি ভাগ্নে ইমন (১৯) ঢাকা জেলার দোহার থানাধীন মধুরচর এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব—৬, যশোর ক্যাম্প ও র্যাব—১০, মুন্সিগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল মঙ্গলবার সকাল ৭টায় অভিযান চালিয়ে যশোর শহরের তেতুলতলা (ইসমাইল কলোনী) এলাকার খালিদ হোসেনের ছেলে ও জুম্মান হত্যা মামলার ১নং আসামি ভাগ্নে ইমনকে (১৯) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। পূর্ব থেকেই জুম্মানকে হত্যা করার জন্য সুযোগের অপেক্ষায় ছিল এবং ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে জুম্মানকে যশোর রেলস্টেশনে কৌশলে ডেকে এনে ইমন ও অন্যান্য আসামিরা চাকু দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জুম্মানকে হত্যা করে। গ্রেফতারকৃত আসামিকে খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।